Logo

অর্থনীতি    >>   শুল্কায়ন জটিলতায় বেনাপোলে দুই লাখের বেশি ডিম আটকে আছে

শুল্কায়ন জটিলতায় বেনাপোলে দুই লাখের বেশি ডিম আটকে আছে

শুল্কায়ন জটিলতায় বেনাপোলে দুই লাখের বেশি ডিম আটকে আছে

যশোরের বেনাপোল স্থলবন্দরে শুল্কায়ন জটিলতায় ২ লাখ ৩১ হাজারেরও বেশি মুরগির ডিমবোঝাই একটি ট্রাক দুই দিন ধরে আটকে আছে। আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সল্যুশনের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন অভিযোগ করেছেন যে বেনাপোল কাস্টমস কমিশনার কামরুজ্জামানের স্বেচ্ছাচারিতার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

আনোয়ার হোসেন জানান, অর্থ মন্ত্রণালয় ১৭ অক্টোবর ডিম আমদানির ক্ষেত্রে শুল্কহার ৩৩ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ করার ঘোষণা দেয়। কিন্তু কাস্টমস কর্মকর্তারা নতুন গেজেট অনুসরণ না করে আগের নিয়ম অনুযায়ী শুল্ক পরিশোধের জন্য চাপ দিচ্ছেন। এই কারণে ডিমের চালান বন্দরে আটকে আছে, এবং প্রতিদিন পাঁচ হাজার টাকা মাশুল দিতে হচ্ছে।

কাস্টমসের প্রতিক্রিয়া

কাস্টমস কমিশনার কামরুজ্জামান এ প্রসঙ্গে বলেন, “আমাকে এ ধরনের কোনো জটিলতার কথা কেউ জানায়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, নতুন গেজেট অনুযায়ী শুল্কায়ন করে চালানটি ছেড়ে দেওয়া হবে।”

শুল্কায়ন জটিলতার প্রভাব

বেনাপোল বন্দরের সূত্র জানায়, গত শনিবার (১৯ অক্টোবর) ভারত থেকে হাইড্রোল্যান্ড সল্যুশন প্রতিষ্ঠানটি ২ লাখ ৩১ হাজার ৮৪০টি ডিম আমদানি করে। চালানের নথিপত্র গতকাল জমা দেওয়া হলেও শুল্ক নিয়ে জটিলতার কারণে শুল্কায়ন বন্ধ রয়েছে।

আমদানিকারক সূত্রে জানা গেছে, নতুন শুল্কহারের ভিত্তিতে প্রতিটি ডিমের দাম ৮ টাকা ৪৭ পয়সা পড়বে, যেখানে পরিবহন, শ্রমিক খরচ এবং ওয়েস্টেজ যুক্ত হলে ঢাকায় প্রতিটি ডিমের খরচ হবে ১০ টাকা ৫০ পয়সা। পাইকারিতে প্রতি ডিম ২০-৩০ পয়সা লাভসহ বিক্রি করার পরিকল্পনা করা হয়েছে।

বাজারের ডিমের সংকট

সম্প্রতি বাজারে ডিমের সরবরাহ ঘাটতির কারণে দাম বেড়ে যায়, যেখানে প্রতি ডজন ডিম ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে। তবে শুক্রবার থেকে দাম কমতে শুরু করেছে।

২০২৩–২৪ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ৮ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রায় ১০ লাখ ডিম আমদানি হয়েছে। এই চালানগুলো একটি প্রতিষ্ঠান আমদানি করেছে, তবে অন্য প্রতিষ্ঠানগুলো এখনো আমদানি শুরু করেনি।

কলকাতার শ্রী লক্ষ্মী এন্টারপ্রাইজের পক্ষ থেকে ডিমের এই চালানটি রপ্তানি করা হয়েছে, এবং সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল এন্টারপ্রাইজ খালাসের জন্য কাস্টমস হাউসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert